ফের বাড়ল মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেসের ভাড়া

নিউজ ডেস্ক।।

ডলারের দাম ও ট্রাভেল ট্যাক্স বাড়ার কারণে আন্তঃদেশীয় তিন ট্রেন মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস, মিতালী এক্সপ্রেসের ভাড়া ফের বাড়িয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১০ নভেম্বর থেকে নতুন ভাড়া কার্যকর হবে।

বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (ইন্টারচেঞ্জ) মিহরাবুর রশিদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস ট্রেনের এসি সিটের বর্তমান ভাড়া ৪ হাজার ৭৯৫ টাকা। ১০ নভেম্বর থেকে একটি এসি সিটের জন্য ৪ হাজার ৯০০ টাকা ভাড়া আদায় করবে রেল। এছাড়া, ৭০ টাকা বাড়িয়ে এসি চেয়ার আসনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬০০ টাকা।

বর্ধিত ভাড়ার তালিকা

বর্ধিত ভাড়ার তালিকা

খুলনা-কলকাতা রুটের ট্রেন বন্ধন এক্সপ্রেসে বর্তমানে এসি সিটে ২ হাজার ৯০০ টাকা ভাড়া আদায় করা হয়, যা ১০ নভেম্বর থেকে ২ হাজার ৯৫০ টাকায় উন্নীত হবে। ৩৫ টাকা বাড়িয়ে এসি চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩০০ টাকা।

ঢাকা-শিলিগুড়ি রুটে চলাচল করা মিতালী এক্সপ্রেস ট্রেনে এসি বার্থ আসনের বর্তমান ভাড়া ৬ হাজার ৫৭০ টাকা, যা বাড়িয়ে ৬ হাজার ৭২০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১১০ টাকা বাড়িয়ে এসি সিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৯০ টাকা। আর ৭৫ টাকা বাড়িয়ে এসি চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৮৬০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শূন্য থেকে ৫ বছর পর্যন্ত শিশুর ভাড়া ৫০ শতাংশ ধরা হবে। আগামী ১০ অক্টোবর থেকে নতুন ভাড়া কার্যকর করা হবে।

এর আগে, চলতি বছরের ৬ জুন বাংলাদেশ-ভারতে চলাচল করা এই তিন ট্রেনের ভাড়া বাড়ানো হয়। সেই সময়েও ভাড়া বৃদ্ধির কারণ হিসেবে ডলারের দাম ও ট্রাভেল ট্যাক্স বৃদ্ধির কথা বলা হয়েছিল।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়