ফেনীঃ বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সমর্থনে ফেনী সরকারি কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (৮ নভেম্বর) ভোরে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে কলেজের প্রধান ফটকে তালা ও ‘সর্বাত্মক অবরোধ’ লেখা সম্বলিত একটি প্ল্যাকার্ড টানিয়ে দেয় তারা।
একাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, তালা ঝুলিয়ে দেওয়ার পর প্রধান ফটক দুটি সকাল সাড়ে ৯টা পর্যন্ত বন্ধ ছিল। এসময় শিক্ষক-শিক্ষার্থীরা কলেজের ফটকে অবস্থান নেন। পরে ফটকের তালা ভেঙে সাড়ে ৯টার দিকে যাতায়াত ব্যবস্থার সুযোগ তৈরি করে দেয় কর্তৃপক্ষ। এরপর স্বাভাবিক দিনের মতো ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম চলমান।
ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোক্তার হোসেইন বলেন, ফটকে তালা দিয়ে ব্যানার সাঁটিয়ে দেওয়া হয়। সেটি খোলার পর স্বাভাবিক দিনের মতো কলেজে কার্যক্রম চলছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়