ফেনীতে শিক্ষক সংকটে ভুগছে সরকারি প্রাথমিক

ফেনীঃ জেলায় শিক্ষক সংকটে ভুগছে প্রাথমিক বিদ্যালয়গুলো। নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা, পদোন্নতি ও বদলিসহ নানা কারণে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোয় ১০২টি প্রধান শিক্ষক ও ২২৩টি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়েছে। দীর্ঘদিন ধরে সেগুলোতে নিয়োগও হচ্ছে না। ফলে শিক্ষার্থীদের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা।

ফেনীতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট চরমে পৌঁছেছে। জেলার ফেনী পাইলট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ২০০ শিক্ষার্থী রয়েছে। আর শিক্ষকের পদ রয়েছে ৯টি। চলতি বছরে প্রধান শিক্ষক সহ ৩ জন অবসরে চলে যাওয়ায় ১২শ শিক্ষার্থীকে শিক্ষাদানের জন্য রয়েছেন মাত্র ৬ জন শিক্ষক। ফলে, নিয়মিত পাঠদান প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কোমলমতি শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। সন্তানের শিক্ষা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে অভিভাবকদের।

শিক্ষক সংকটের এই চিত্র পুরো জেলাতেই। ফেনীতে ৫৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যার মধ্যে ১০২টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। এছাড়াও পদায়ন, বদলি ও অবসরজনিত কারণে বিভিন্ন বিদ্যালয়ের ২২৩টি সহকারী শিক্ষকের পদ ফাঁকা রয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলোয় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের এমন সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষাকার্যক্রম।

জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানালেন, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে শিক্ষক সংকট অনেকটাই কাটবে।

দ্রুত শিক্ষক সংকট কাটিয়ে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলো স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়