বরিশালঃ বাজারে কাঁচা তরকারির উর্ধ্ব গতি তার প্রতিবাদ জানাতে এমন আয়োজন করেছেন মাদ্রাসা শিক্ষক নুরে আলম মিন্টু। তিনি সপ্তাহে শুক্র ও শনিবার সকাল থেকে গভীর রাত্র পর্যন্ত নিজেই সড়কে দাঁড়িয়ে থেকে কাঁচা তরকারি ও নিত্যপণ্য বিক্রয় করেন।
বরিশালের পাইকারি আড়ৎ থেকে কিনে আলু পিয়াজ থেকে শুরু করে সব ধরনের কাঁচা তরকারি বিক্রি করে থাকেন তিনি। ন্যায্য মূল্যে বিক্রি করায় সকলের কাছে সহজলভ্য হওয়ায় সকাল থেকে রাত পর্যন্তই কাস্টমারদের ভিড় লেগেই থাকে। সাধারণ মানুষ মনে করছেন এই শিক্ষক একটি ভালো উদ্যোগ নিয়েছেন।
যারা বাজারে সিন্ডিকেট করে দ্বিগুণ মুনফায় নিত্য পণ্য বিক্রয় করছেন এই শিক্ষককে দেখে তাদের শিক্ষা নেওয়া উচিত। এটি একটি সমাজের দৃষ্টান্ত- একজন শিক্ষক হয়ে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে কাঁচা তরকারি বিক্রি করছেন।
যে কাঁচা তরকারির কেজি ৮০ টাকা তিনি তা সামান্য মুনফায় ৫৫ টাকা কেজিতে বিক্রি করছেন। কম মূল্যে নিত্যপণ্য বিক্রয় করায় এখন প্রশংসায় ভাসছে শিক্ষক নুরে আলম মিন্ঠু। সবার সহযোগিতা ও আন্তরিকতা থাকলে শিক্ষকতার পাশাপাশি এভাবেই মানুষের সেবা করে যেতে চান তিনি। কোনো বাণিজ্য নয় মানুষের সেবা করার জন্যই তার এই মহতি আয়োজন। পাশাপাশি বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণে একটি প্রতিবাদ তার।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়