ফিলিস্তিনের স্বাধীনতা চায় যুক্তরাষ্ট্র!

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত বন্ধের একমাত্র উপায় দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা।

ঢাকাঃ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা তীব্রতা এতটাই বেড়েছে, শেষ পর্যন্ত চরমমিত্র হিসেবে পরিচিত আমেরিকাও বাধ্য হচ্ছে এর লাগাম টানার আহ্বান জানাতে। অবরুদ্ধ গাজা উপত্যকা দখলের ইসরায়েলি স্বপ্নের পরিণতি নিয়ে নেতানিয়াহু সরকারকে বারবার সতর্ক করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আসন্ন বিপদ থেকে বাঁচতে সমাধানও বাতলে দিয়েছেন নিজ তাগিদেই। জানিয়েছেন চলমান যুদ্ধ বন্ধের একমাত্র উপায়। বুধবার এক সংবাদ সম্মেলনে বাইডেন জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে- গাজা দখল করা হতে পারে ইসরায়েলের জন্য সবচেয় বড় ভুল।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত বন্ধের একমাত্র উপায় দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা।

জো বাইডন বলেন, দ্বী-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন হওয়া ছাড়া যুদ্ধ কখনো শেষ হবে না। আমি ইসরায়েলের প্রতি স্পষ্ট করেই বলতে চাই, আমি মনে করি তারা যদি গাজা দখল করে তবে তা হবে তেল আবিবের জন্য খুব বড় একটি ভুল।

২০০৭ সাল থেকে অবরুদ্ধ গাজার নিয়ন্ত্রণ রয়েছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে। চলমান যুদ্ধ শেষে হামাসের পুনরুত্থান ঠেকাতে সেখানকার পরিপূর্ণ নিরাপত্তা ইসরায়েলি নিজের হাতে রাখতে চায়। এমন ইচ্ছার কথা জানিয়েছিলেন নেতানিয়াহু। এমনকি ইসরায়েলি রাষ্ট্রপতি আইজ্যাক হারজগও একই ধরনের ইচ্ছার কথা জানান।

ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি প্রেসিডেন্ট জানান, যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনীর একটি শক্তিশালী দল গাজায় অবস্থান করতে পারে।

এ সময় ইসরায়েল সেখান থেকে সরে আসার পর কারা গাজা শাসন করবে সে প্রশ্নও রাখেন হারজগ। জানান এভাবে গাজাকে নিয়ন্ত্রণহীন অবস্থায় রেখে যাবে না ইসরায়েল। তবে এ ধরনের ইচ্ছা দেশটির জন্য বিপদ ডেকে আনবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে গাজায় মানবিক বিরতি এবং আরও বেশি মানবিক করিডর গঠনবিষয়ক একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত হয়েছে। বুধবার প্রস্তাবটি উত্থাপন করে মাল্টা।

ওই প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়া। গৃহীত এ প্রস্তাবের নিন্দা জানিয়েছে ইসরায়েল। ইসরায়েল বলছে, তারা এ প্রস্তাব মানবে না। দেশটির দাবি, গাজায় মানবিক পরিস্থিতির উন্নয়নে ইসরায়েল এমনিতেই সাধ্যমতো সবকিছু করছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়