নিজস্ব প্রতিবেদক, ঢাকা; প্রাথমিকে বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে পরিবর্তন আসছে। এতে শিক্ষার্থীদের বড় একটি অংশের ফলাফল পরিবর্তন হতে পারে। বিষয়টি জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ বিভাগের পরিচালক ড. উত্তম কুমার দাশ। পরিবর্তিত ফলাফল প্রকাশ করা হবে বিকেল সাড়ে চারটায়।
অধিদপ্তরের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অনেকেই আছে যারা বৃত্তি পাবেন না, কিন্তু কারিগরি ত্রুটির কারণে তাদের ফলাফলে বৃত্তিপ্রাপ্ত হয়েছে বলে দেখানো হয়েছে। ত্রুটিযুক্ত এ ফলে পরিবর্তন আসতে পারে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রাথমিকের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফলাফলে নানা ধরনের ক্রটি শনাক্ত হয়েছে। পরীক্ষা না দিয়েও বৃত্তি প্রাপ্তদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে অনেকে। বেশি নম্বর পেয়েও তালিকায় না আসা, কম নম্বরে বৃত্তি পাওয়াসহ নানা ধরনের ভুলত্রুটি চিহ্নিত করা হয়েছে। বর্তমানে সেসব সংশোধন করছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। এসব সংশোধনের মাধ্যমে এ ফলাফলে বড় পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্ট মাধ্যমে জানা গেছে। বিষয়গুলো খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ডিপিই।
এ বিষয়ে ড. উত্তম কুমার দাস বলেন, দুইটি উপজেলার ওয়েবসাইটে ফলাফল কোডিং আকারে প্রবেশ করার সময় একই কোড প্রবেশ করায় এমন বিপর্যয় ঘটেছে। এই দুই উপজেলার কোড যখন কম্পিউটারের মূল প্রোগ্রামে প্রবেশ করেছে তখনই এমন ভুল হয়েছে। এই ভুলগুলো যান্ত্রিক ত্রুটির কারণে ঘটে। কিন্তু সেই যান্ত্রিক ত্রুটি এরা বুঝতে পারেনি। ফলে ভুলই রয়ে গেছে।
এর আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, এবার যেহেতু অনেকগুলো উপজেলাভিত্তিক কাজ করতে হয়েছে সেহেতু এসব তথ্য ইনপুটের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে। তারা যখন কাজগুলো মিলাচ্ছিলো, তখনি আমি বুঝতে পেরেছিলাম ঘটনা কিছু ঘটতে পারে। সে কারণে একটি ফলাফল দুটি কোডিং আরেক জায়গায় চলে গেছে। দুটো কোডই একই হয়ে গেছে। এ বিষয়ে আমাদের আইটি সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। তারা সমস্যাগুলো সমাধান করছেন। সমাধান হলে ফলাফলে অনেক পরিবর্তন আসতে পারে।
ডিপিই থেকে জানা গেছে, বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসন বিভাগের পরিচালক এস এম আনছারুজ্জামানকে আহ্বায়ক করে তথ্য ব্যবস্থাপনা বিভাগের (আইএমডি) দুইজন কর্মকর্তাকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত কাজ শেষ করে বৃহস্পতিবার প্রতিবেদন জমা দিবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়