প্রেমিক সেজে কলেজ ছাত্রীর সাথে প্রতারণা পর্নোগ্রাফি মামলায় আটক ২

সুভাষ বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক, রংপুর অঞ্চলঃ নীলফামারীর জলঢাকার কলেজ ছাত্রীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তুলে নওগাঁ জেলার নিয়ামতপুর বাজারের সেন্টু রহমান। একপর্যায়ে বিভিন্ন ধরনের ছবি আদান প্রদান করতে করতে ভুক্তভোগী কলেজছাত্রীর নিকট বেশ কিছু ব্যক্তিগত ছবি হাতিয়ে নেয় প্রতারক সেন্টু রহমান। পড়ে তার বন্ধু মোঃ সাইদুল রহমান এর সহযোগিতায় ছবিগুলো এডিট করে অশ্লীল ছবি তৈরি করে। এরপর দুই বন্ধু মিলে অশ্লীল ছবিগুলো দেখিয়ে অর্থ দাবি করে। টাকা পয়সা না দিলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি প্রদর্শন করে।

এ বিষয়ে ভুক্তভোগী কলেজ ছাত্রী জলঢাকা থানায় ১ আগষ্ট ২০২৩ ইং তারিখে লিখিত অভিযোগ করলে নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর, পিপিএম-সেবার নির্দেশনায়, অফিসার ইনচার্জ, জলঢাকা থানা এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামী মোঃ সেন্টু রহমান(২৩), পিতা- মোঃ মোস্তফা কামাল, সারোযার হোসেন (২৫), পিতা- মোঃ সাইদুল রহমান, কে সনাক্ত করে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার শিবপুর বাজারে ২৭ আগস্ট বিকাল ৫ টার সময় সুকৌশলে আসামীদের গ্রেফতার করেন।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ জানিয়েছে আসামি দুজন তাদের অপরাধের স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)/(২)/(৩) ধারায় মামলার রুজু করা হয়েছে মামলা নং ০২/১৮৪। আজ সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৮/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়