ঢাকাঃ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিকের সব শ্রেণির বার্ষিক পরীক্ষা নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। তাই এ বছর এক মাস আগেই শেষ হচ্ছে শিক্ষাবর্ষ।
অভিভাবকরা বাচ্চাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কিনতে গিয়ে পড়ছেন বিপাকে। কাগজ, খাতা, কলম, পেনসিল, অঙ্কন খাতা এবং স্কুল ফাইলের দামসহ প্রায় সব শিক্ষা উপকরণের দাম আরেক দফা বেড়েছে।
অভিভাবকরা বলছেন, বছরের শেষ সময়ে কখনো শিক্ষা উপকণের দাম এক লাফে এতটা বাড়েনি। অনেকটা নীরবেই বাড়ছে শিক্ষা উপকরণ বই, খাতা, কলম এবং পেনসিলের দাম। ব্যবসায়ীরা বলছেন, ডলারের মূল্য বৃদ্ধি আমদানিনির্ভর শিক্ষা উপকরণের দাম বাড়ার কারণ। বেশি দামে কিনতে হয়, তাই বেশি দামে বিক্রি করতে হয়।
রাজধানীর বাংলাবাজার আর নীলক্ষেতে বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, কাগজ, খাতা, পেনসিল, ব্যবহারিক খাতা, মার্কার, স্কুল ফাইল, অফিস ফাইল, বাচ্চাদের লেখার শ্লেট, ক্যালকুলেটর, সাদা বোর্ড, জ্যামিতি বক্স, টালি খাতা, কলম বক্স, স্কেল, পরীক্ষায় ব্যবহৃত ক্লিপবোর্ড এবং কালিসহ সব পণ্যের দাম বেড়েছে। দাম বেড়েছে সব ধরনের শিক্ষা উপকরণেরই। বেড়েছে বই ও খাতার মূল উপকরণ কাগজের দামও। বিভিন্ন ধরনের তৈরি খাতার দাম বেড়েছে প্রায় ২০ থেকে ৩০ শতাংশ।
একাধিক দোকানে খোঁজ নিয়ে জানা যায়, কয়েক দিনের ব্যবধানে স্কুল-কলেজে ব্যবহৃত কাগজের দাম রিমপ্রতি ৩০ থেকে ৫০ টাকা বেড়েছে। লিটল কাগজ ৩৫০ থেকে ৩৮০ টাকা। আম্বার কাগজ ৩৩০ থেকে ৩৬০ এবং অন্যান্য কাগজ সাইজ ভেদে রিমপ্রতি ২৫০ থেকে ৩০০ এবং ৩৫০ থেকে ৩৮০ টাকা হয়েছে। ছাপার কাজে ব্যবহৃত কাগজের দাম রিমপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা বেড়ে গেছে। ৬১ গ্রাম ডিসি সাইজ ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ এবং ৭০ গ্রাম ডিসি কাগজ ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৪৭০ টাকা। ৮০ গ্রাম ডিসি কাগজ ২ হাজার ১০০ থেকে ২ হাজার ১৮০ টাকা। এ ছাড়া কম্পিউটার প্রিন্টিং কাজে ব্যবহৃত কাগজের দাম ডাবল এ ফোর কাগজ ২৭০ টাকা থেকে ৩০০ টাকা। ফলে বাঁধাই খাতার দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।
বাংলাবাজারের একতা স্টেশনারির সোহেল মিয়া জানান, ব্যবহারিক খাতা ৪০ টাকারটা এখন ৫০ টাকা, ৬০ টাকারটা ৭০ টাকা। কলমের দাম ডজনপ্রতি বেড়েছে ১০ থেকে ২০ টাকা। মার্কার পেন প্রতি পিস ২৫ থেকে ৩০ টাকা হয়েছে। সাধারণ ক্যালকুলেটর ৮০ টাকারটা ১২০, ৯৯১ এক্স ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭০০, ৯৯১ এক্স প্লাস ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৬০০ এবং ৯৯১ এমএস ৮৫০ থেকে ১ হাজার টাকা।
জ্যামিতি বক্স ৭০ থেকে ৮০ এবং ১০০ থেকে ১২০ টাকা। ৩০০ পেজের খাতা ৫০ থেকে ৬৫, ১২০ পেজের খাতা ৩০ থেকে ৩৫ এবং কালার পেপার রিম ৩২০ থেকে ৪০০ টাকা। মিনি ফাইল প্রতিটি ১৫ থেকে ২০ এবং জিপার ফাইল ২৫ থেকে ৩০ টাকা। রেজিস্টার খাতা ৩০০ পেজ ১২০ থেকে ১৪০ এবং ৫০০ পেজ ১৮০ থেকে ২০০ টাকা।
তিনি বলেন, প্লাস্টিক ও স্টিলের স্কেল ডজনপ্রতি ২০ থেকে ৫০ টাকা বেড়েছে। রাবার ডজনপ্রতি ১০ থেকে ২০ টাকা বেড়েছে। এ ছাড়া গুডলাক ফাইল ৫, ব্যবহারিক খাতা ২০, ছোট খাতা ১০, বাচ্চাদের শ্লেট ১০, ক্যালকুলেটর সাইজভেদে ৩০ থেকে ৪০, জ্যামিতি বক্স ১৫ থেকে ২০, কলম বক্স ১০, সাদা বোর্ড ফুট ৩৫, স্কেল ৫, কালি ১০ এবং ক্লিপ বোর্ড ১০ থেকে ১৫ টাকা দাম বেড়েছে।
টিকাটুলি কামরুন্নেসা গার্লস স্কুলের ছাত্রীর মা লিলি আক্তার বলেন, কাগজ, খাতা, পেনসিল, অঙ্কন খাতা, স্কুল ফাইলের দাম বেড়েছে। প্রতি মাসেই দাম বাড়ছে। দাম বেশির কারণ জানতে চাইলে দোকানদাররা ডলারের দাম বৃদ্ধির অজুহাত দেন। কেউ কেউ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। লেখাপড়া খুুব ব্যয়বহুল হয়ে যাচ্ছে।
জগন্নাথ বিশ^বিদ্যালয়ের ছাত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, কম্পিউটারের একটি রঙিন প্রিন্ট করতে ১০ টাকা নেয়। যেখানে গত মাসেও তিন থেকে সর্বোচ্চ পাঁচ টাকায় করেছি।
তিনি বলেন, বিভিন্ন রেফারেন্স বুক ও নোট ফটোকপি করতে হয়। গত এক মাসে ফটোকপি ব্যয় বেড়েছে। বিদেশি লেখকের বইগুলো সাধারণ ফটোকপি করে বিক্রি করা হয়। সেগুলো কিনতেও বেশি টাকা গুনতে হচ্ছে।
বাংলাবাজারের অনিন্দ্য প্রকাশের কর্ণধার মো. আফজাল হোসেন বলেন, কাগজের দাম উঠানামার মধ্যেই আছে। কোনো মাসে একটু কমলে পরের মাসে বাড়ে। কালি ও ছাপা খরচের দাম বেড়ে গেছে। আমাদের কোনো উপায় নেই। তাই বইয়ের দাম বাড়াতে হচ্ছে আমাদের।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়