নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ঘোষিত তারিখের তিনদিন পর রাজবাড়ীতে শিক্ষা মেলা শুরু হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) শহরের টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন দিনব্যাপী এ কর্মসূচি শুরু হয়। তবে মেলায় লোকসমাগম নেই বললেই চলে।
মেলায় আসা শিক্ষার্থী-অভিভাবকরা জানান, মেলা ও উপকরণ প্রদর্শনের সঠিক তারিখ জানানো হয়নি। শিক্ষার্থীতো দূরের কথা শিক্ষকরা ভাল ভাবে জানেন না বিষয়টি। তড়িঘড়ি করে আজকের মেলায় তাদের আসতে বলা হয়েছে।
মেলায় জেলার পাঁচ উপজেলা থেকে শিক্ষা উপকরণ নিয়ে প্রদর্শনের জন্য কর্মকর্তা-শিক্ষকরা আসলেও দর্শনার্থী ও সুধিজন নেই। আয়োজক স্কুলের হাতে গোনা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে অভিভাবকরা রয়েছেন।
উদ্বোধন অনুষ্ঠানে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম তৈফিকুর রহমান উপস্থিত থাকলেও মেলা সম্পর্কে ক্যামেরার সামনে কিছুই বলতে রাজি হননি তিনি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মণ্ডল জেলার বাইরে থাকায় মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
এর আগে ২ মার্চ তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দিন সাক্ষরিত চিঠিতে ১২-১৪ মার্চ শিক্ষা মেলা ও উপকরণ প্রদর্শনের জন্য বলা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়