প্রাথমিক শিক্ষা পদক পেলেন ফরিদপুরের ডিসি
বিভাগীয় পর্যায়ে ১৮ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ ঘোষণা করেছে ঢাকা বিভাগীয় বাছাই কমিটি।
ফরিদপুরঃ প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন ফরিদপুরের মো. কামরুল আহসান তালুকদার। সেজন্য এই জেলা প্রশাসক পেয়েছেন ‘প্রাথমিক শিক্ষা পদক’।
বুধবার ঢাকা বিভাগীয় কমিশনার ও প্রাথমিক শিক্ষা পদক বিভাগীয় যাচাই-বাছাই কমিটি সভাপতি মো. সাবিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানা গেছে।
২০২২ সালের ৪ ডিসেম্বর ফরিদপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মো. কামরুল আহসান তালুকদার। যোগদানের পর থেকেই ‘সুশাসনে গড়ি সোনার বাংলা’ এই স্লোগানকে সামনে রেখে জেলার শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেন তিনি।
শিক্ষার মান উন্নয়নে নানা পদক্ষেপের পাশাপাশি তিনি পাশে দাঁড়িয়েছেন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরও। অর্থের অভাবে পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এমন অসংখ্য মেধাবীকে তিনি নগদ অর্থ, বই, পোশাকসহ নানা সামগ্রী দিয়ে সহায়তা করেছেন।
শিক্ষার বিস্তার ও উন্নয়নে তার এসব অবদানের স্বীকৃতি মিলেছে এবারের প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্তির মাধ্যমে।
এ বিষয়ে ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, “এ সম্মান ফরিদপুর জেলাবাসীর, বিশেষ করে শিক্ষক এবং যারা শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন তাদের।”
তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমরা চাই জেলার সর্বত্র মানসম্মত সুশিক্ষা নিশ্চিত করতে। তবেই এই পদের সফলতা বা সার্থকতা আসবে।”
এবারে বিভাগীয় পর্যায়ে ১৮ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ ঘোষণা করেছে ঢাকা বিভাগীয় বাছাই কমিটি। এই কমিটির সদস্য সচিব ছিলেন বিভাগীয় উপ-পরিচালক মির্জা মো. হাসান খসরু।
এতে শ্রেষ্ঠ জেলা প্রশাসক ছাড়া অন্য ক্যাটাগরির মধ্যে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হয়েছেন মানিকগঞ্জ জেলার সিংগাইরের দীপন দেবনাথ।
এছাড়া প্রধান শিক্ষক পদে নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ বিশ্বাস। নারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকার পদক পেয়েছেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেউয়া পশ্চিম খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়