নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল বিভ্রাটের ঘটনা তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ মেলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী অনুজ কুমার রায়ের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিকে বৃত্তির ফলে ত্রুটির কারণ অনুসন্ধানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) মোছা. নূর জাহান খাতুনকে প্রধান করে গঠন করা তিন সদস্যের তদন্ত কমিটি সচিবের কাছে কয়েক দিন আগে প্রতিবেদন জমা দেয় তার ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এ ব্যাপারে ওয়াকিবহাল একটি সূত্র।
সূত্র জানায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আরও কয়েকজন কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজন পরিচালক পর্যায়ের কর্মকর্তা রয়েছেন; যারা বৃত্তির ফল প্রকাশের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া কারিগরি দলে যুক্ত কর্মকর্তাসহ কয়েকজনকেও শো কজ দেওয়া হবে।
এ সংক্রান্ত নথিতে বুধবার (১৫ মার্চ) অনুমোদন দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।
এর আগে, ২৮ ফেব্রুয়ারি প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের পর ৫ হাজারের মতো ক্রুটি ধরা পড়ে। পরীক্ষা না দিয়েই অনেকেই বৃত্তিপ্রাপ্তের তলিকায় অন্তর্ভুক্ত হয়। আবার কেউ কেউ বেশি নম্বর পেয়ে বাদ পড়ে। ফল প্রকাশের চার ঘণ্টার মধ্যেই তা স্থগিত করতে বাধ্য হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সংশোধন করে পরদিন রাতে ফল পুনঃপ্রকাশ করা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়