প্রাথমিক শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য

শাস্তির দাবি শিক্ষক সমিতির

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ প্রাথমিক শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারী ব্লগার আলম হাসানকে গ্রেফতারের দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।

আজ মঙ্গলবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী এক বিবৃতিতে প্রাথমিক শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার জনৈক ব্লগার মোঃ আলম হাসানকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ।

নেতৃবৃন্দ বলেন, এই ব্লগার ফেসবুক লাইভে এসে প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে অমার্জিত ভাষায় কুরুচিপূর্ণ ও অপমানজনক মন্তব্য করে ভিডিও ভাইরালের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের মান মর্যাদা চরমভাবে ক্ষুন্ন করেছেন। এ অপমান শুধু প্রাথমিক শিক্ষকদেরই নয়, সমগ্র দেশের গোটা শিক্ষক সমাজের আত্মসম্মান এর সাথে জড়িত।

নেতৃবৃন্দ আরও বলেন, ব্লগার আলম হাসানের এহেন অপরাধ ক্ষমার অযোগ্য বলে বিবেচিত। সে আবার লাইভে এসে যতই ক্ষমা প্রার্থনা করুক না কেন, শিক্ষক সমাজ তাকে কোনদিন ক্ষমা করবে না।

জানা গেছে, এই ব্লগার এর নাম আলম হাসান, বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায়। আগে সে বিডিআর (বর্তমান বিজিবি) এ চাকরি করতো, স্ত্রী পুলিশ। নারী নির্যাতন মামলায় তার চাকরি চলে যায়। এখন সে ব্লগার হয়ে যা খুশি তাই লাইভ করে ভিউয়ার্চ বাড়িয়ে ইনকামের ধান্দা করছে। তাই বলে শিক্ষকদেরকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করে আবার ক্ষমা চেয়ে মাফ পেয়ে যাবে সে সুযোগ তাকে দেওয়ার কোন অবকাশ নেই।

এ প্রসঙ্গে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সুব্রত রায় বলেন, এই বেহায়া ব্লগার আলম হাসান এর অপরাধ যেহেতু ক্ষমার অযোগ্য, সে কারনে ওই ব্লগারের বিরুদ্ধে আইসিটি আইনে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৩/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়