শিক্ষাবার্তা ডেস্কঃ পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম পাহাড়ের বিভিন্ন এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘পাড়াকেন্দ্র’। নির্দিষ্ট প্রকল্পের মাধ্যমে ১৩০০ পাড়াকেন্দ্রে দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের প্রায় ২০ হাজার শিক্ষার্থী প্রাক-প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে এসব কেন্দ্রে। তবে আগামী বছরের জুনে শেষ হয়ে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত পাড়াকেন্দ্রের এ প্রকল্পটি। ফলে দুশ্চিন্তা দেখা দিয়েছে শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকদের মাঝে।
সরেজমিন দেখা গেছে, বর্ণ চেনানো থেকে শুরু করে ছোট্ট শিশুদের শেখানো হচ্ছে আবৃত্তি। কোমলমতি শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে একেকটি পাড়াকেন্দ্র।
বান্দরবানে ১৩০০টি পাড়াকেন্দ্রে প্রাক-প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে প্রায় ২০ হাজার শিক্ষার্থী।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৯/২৩