বগুড়াঃ শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ায় স্কুল থেকে শিক্ষার্থীকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আর এ বিষয়ে শিক্ষা অফিসে অভিযোগ করেছে ১০ম শ্রেণীর ওই শিক্ষার্থী। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
গত বুধবার কাহালু উপজেলার পাঁচপীর বালিকা বিদ্যালয়ের এক শিক্ষার্থী শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ায় প্রধান শিক্ষক মিজানুর রহমান তাকে জোর করে ক্লাসরুম থেকে বের করে দেন বলে অভিযোগ করে সে।
বিষয়টি নিয়ে ওই শিক্ষার্থী থানায় অভিযোগ দিতে গেলে উপজেলা শিক্ষা অফিসে অভিযোগ দেয়ার পরামর্শ দেয় পুলিশ। পরে সে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গিয়ে অভিযোগ করেন। এ নিয়ে বেশি বাড়াবাড়ি না করতে শিক্ষার্থীকে হুমকি দেয়া হচ্ছে বলে জানা গেছে।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছি। আগামী রোববার আমি ওই বিদ্যালয়ে গিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। এ ছাড়াও ওই শিক্ষকের বিরুদ্ধে এসএসসির ব্যবহারিক পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফিস নেয়ার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক মিজানুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ত আছি বলে কেটে দেন। এরপর বারবার ফোন করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়