চুয়াডাঙ্গাঃ জেলায় প্রশিক্ষণার্থী শিক্ষকদের হাতে লাঞ্ছিত হয়েছেন খুলনার বিভাগীয় এক শিক্ষা কর্মকর্তা। বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা শহরের ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। লাঞ্ছিত শিক্ষা কর্মকর্তা ইমরান আলী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের সহকারী পরিচালক (মাধ্যমিক)। তিনি প্রশিক্ষণার্থী শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করলে শিক্ষকরা তাকে ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের করে দেন। শিক্ষকদের অভিযোগ ইমরান আলী তাদের সঙ্গে বাজে আচরণ করেন। তবে সহকারী পরিচালক ইমরান আলী বলেন, আমি লাঞ্ছিত হইনি, তবে লাঞ্ছিত করার চেষ্টা হয়েছিল।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ‘ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম’ শীর্ষক স্কিম বাস্তবায়ন করছে। এর আওতায় নতুন কারিকুলাম বিস্তরণবিষয়ক সাত দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ছিল বুধবার। ওইদিন আচমকা প্রশিক্ষণরত শিক্ষকদের ডেকে নিয়ে খারাপ আচরণ করলে তোপের মুখে পড়েন ইমরান আলী।
অন্যদিকে ইমরান আলী বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ দিতে গিয়ে জেলা শিক্ষা অফিস ১০ লাখ টাকার অর্থ বাণিজ্য করেছে। শিক্ষকদের প্রতিদিন দুপুরের খাবারের জন্য ৪০০ টাকা এবং নাস্তার জন্য ৮০ টাকা হারে মাথাপিছু বরাদ্দ ছিল। কিন্তু তাদেরকে অর্ধেক টাকারও খাবার দেওয়া হয়নি। এটা দেখার জন্যই আমি চুয়াডাঙ্গায় গিয়েছিলাম।
কয়েক শিক্ষক জানান, ২ নভেম্বর ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ শুরু হয়। এখানে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার ৪৩৮ শিক্ষক প্রশিক্ষণ নিচ্ছিলেন। প্রশিক্ষণকালে নিন্মানের খাবার দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে, সহকারী পরিচালক ইমরান আলী বুধবার চুয়াডাঙ্গায় আসেন এবং শিক্ষকদের ডেকে নিয়ে খাবারের বিষয়ে অভিযোগ শোনেন।
এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান বলেন, উনি (সহকারী পরিচালক) চুয়াডাঙ্গায় কেন এসেছিলেন আমরা জানি না। আমাদেরকে অবহিত না করেই শিক্ষকদের সঙ্গে কথা বলতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়