নওগাঁঃ জেলার বদলগাছী উপজেলার বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার অনৈতিক কর্মকাণ্ডের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছেন তদন্ত কমিটির প্রধান ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন।
এ কমিটির আরও দুই সদস্য হলেন উপজেলা একাডেমিক সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সুপারভাইজার অঞ্জন কুমার কুন্ডু ও বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিঠন কুমার।
তদন্ত কমিটি সূত্র জানায়, অভিযোগ তদন্তে গত ১২ জুলাই প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয়দের বক্তব্য নেয় তদন্ত কমিটি। তখন তারা জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের অফিস কক্ষে অনৈতিক কর্মকাণ্ড করে আসছেন। পরে গত ২৮ জুলাই অভিযুক্ত সহকারী শিক্ষিকা ও ৫ আগস্ট প্রধান শিক্ষক আবু সাদাত শামীম আহমেদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গিয়ে তাদের বক্তব্য দিয়ে আসেন। এসময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এডিট করা হয়েছে বলে তারা দাবি করেন।
সংশ্লিষ্ট সবার দেওয়া তথ্য-প্রমাণাদি দেড়মাস সময় নিয়ে যাচাই-বাছাই শেষে ভিডিওর সত্যতা আছে বলে নিশ্চিত হয় তদন্ত কমিটি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন জমা দেওয়া হয়।
তদন্ত কমিটির প্রধান ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষক আবু সাদাত শামীম আহমেদ ও একই স্কুলের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে ফেসবুকে বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়ে। তদন্তে ভিডিওর সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় তদন্ত প্রতিবেদন গত ২৩ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
এ বিষয়ে বদলাগছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিন বলেন, তদন্ত প্রতিবেদন পেয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়