টাঙ্গাইলঃ জেলার সখীপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। এ অনিয়ম তদন্ত করতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছে সভাপতি শফিউল আলম। উপজেলার দাড়িয়াপুর শাহাবুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের তহবিল সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণের জন্য প্রধান শিক্ষকের কাছে বিদ্যালয়ের ক্যাশ বই, ব্যালেন্সশিট, খতিয়ান ও ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে একটি হিসেব চায় ম্যানেজিং কমিটির সভাপতি। প্রধান শিক্ষক এভাবে হিসাব না দিয়ে গত ৪ঠা অক্টোবর বিদ্যালয়ের এক মিটিংয়ে মৌখিকভাবে হিসাব উপস্থাপনের জন্য আরও সময় চায়। এতে কমিটির সভাপতিসহ অন্যরা অর্থিক অনিয়ম হয়েছে বলে মনে করে। এ ঘটনার তদন্ত করতে গত ৯ই অক্টোবর টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন সভাপতি সফিউল আলম। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বলেন, এ ঘটনায় তদন্ত কমিটির লিখিত রিপোর্ট পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, অযথা আমাকে দোষারোপ করা হচ্ছে। বিদ্যালয়ে কোনো অর্থনৈতিক অনিয়ম ঘটেনি।
ম্যানেজিং কমিটির সভাপতি সফিউল আলম বলেন, নিয়মতান্ত্রিকভাবে বিদ্যালয়ের আয়-ব্যয়ের একটি লিখিত প্রতিবেদন চেয়েছি কিন্তু প্রধান শিক্ষক তা দিচ্ছেন না তাই সন্দেহ হচ্ছে প্রধান শিক্ষক বিদ্যালয়ের আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত। এ ঘটনা তদন্ত করতে জেলা প্রসাশকের কাছে লিখিত অভিযোগ করেছি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়