সিলেটঃ জেলার কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কাড়াবাল্লা বিদ্যানিকেতন এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক খানের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে।
গতকাল বিকাল ৩টায় কানাইঘাট প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের ভূমিদাতা সদস্য কাড়াবাল্লা গ্রামের মৃত আব্দুল হকের পুত্র বদরুল হকের পক্ষে লিখিত বক্তব্য পাঠকালে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ফারুক আহমদ বলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক খানের নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে ম্যানেজিং কমিটি গঠন করা সম্ভব হচ্ছে না। যার কারণে বিদ্যানিকেতনের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও বলেন, বিগত কয়েক বছরে সরকারের বিভিন্ন দপ্তরে প্রধান শিক্ষক এনামুল হক খান কর্তৃক অনিয়ম ও জালিয়াতিসহ নানা খাতের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে বিদ্যালয়ের শতাধিক অভিভাবক সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বাক্ষরিত লিখিত দরখাস্ত দায়ের করেও কোনো প্রতিকার তারা পাননি। যার কারণে প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থে বিদ্যানিকেতনের ভূমিদাতা, প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী, সরকারি চাকুরিজীবী এমন ১০/১২ জন সাক্ষীদের সহযোগিতায় বিভিন্ন অনিয়ম, জালিয়াতি, অর্থ আত্মসাৎ, ৪ বছরে হিসাবের গড়মিল ১৭ লাখ ৩০ হাজার ২৬০ টাকা তছরুপের অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক খানের বিরুদ্ধে এনে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দরখাস্ত মামলা দায়ের করেন কাড়াবাল্লা বিদ্যানিকেতনের ভূমিদাতা সদস্য বদরুল হক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফারুক আহমদ আরও বলেন, ২০২২ সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালত দরখাস্ত মামলাটি তদন্তের জন্য সিলেট জেলা গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন। কিন্তু বারবার মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করার কারণে এখন পর্যন্ত আদালতে তদন্ত রিপোর্ট প্রেরণ করা হয়নি। এমনকি গত ৬/৫/২০১৪ইং তারিখ থেকে বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি না থাকার কারণে মামলা তদন্তাধীন থাকা অবস্থায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইচ্ছামতো বিদ্যালয়ের বিভিন্ন খাতের আরও প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাড়াবাল্লা বিদ্যানিকেতনের ভূমিদাতা সদস্য বদরুল হক, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, কাড়াবাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা সদস্য সমাজসেবী শরিফ উদ্দিন চৌধুরী, সাবেক সেনা সদস্য আব্দুল বাছিত চৌধুরী, কাড়াবাল্লা বিদ্যানিকেতনের ধর্মীয় শিক্ষক বদরুল আলম, অফিস সহকারী নিয়ামত হোসেন, বিদ্যানিকেতনের ভূমিদাতার পরিবারের সদস্য এনায়েত হুসেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়