নীলফামারীঃ জেলার ডোমারে গোপনে একক সিদ্ধান্তে বিদ্যেুাৎসাহী সদস্য নিযুক্তের অভিযোগ তুলে প্রধান শিক্ষকের অপসারণ এবং ওই সদস্য’র পদ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে অভিভাবকরা।
গতকাল সকালে উপজেলার পশ্চিম বোড়াগাড়ী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের মাঠে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়টির অভিভাবকবৃন্দ মানববন্ধনটির আয়োজন করে। এ সময় বক্তব্য দেন- অভিভাবক ইকবাল হোসেন মুকুল, রবিউল আলম বুলু, ম্যানেজিং কমিটির সদ্য নির্বাচিত সদস্য আমিনুর রহমান, আশিকুর রহমান, প্রতিমা রানী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রধান শিক্ষক কাজল রায় কাউকে কিছু না জানিয়ে তার আস্থাভাজন ব্যক্তিকে বিদ্যেুাৎসাহী সদস্য পদে সংসদ সদস্যের ডিও লেটার নিয়ে দেয়। তিনি দীর্ঘদিন উক্ত প্রতিষ্ঠানে স্বজনপ্রীতি করছেন। আমরা তার অপসারণ ও ওই বিদ্যেুাৎসাহী সদস্য পদ বাতিল দাবি করছি। তারা জানান, এ বিষয়ে উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু এরমধ্যে প্রধান শিক্ষক তড়িঘড়ি করে ম্যানেজিং কমিটির মিটিং আহ্বান করে তার পছন্দের প্রার্থীকে সভাপতি করার পাঁয়তারা করছেন। এ বিষয়ে প্রধান শিক্ষক কাজল রায় বলেন, আমি যথাযথ নিয়ম মেনে বিদ্যেুাৎসাহী পদে কয়েকজনের নামের তালিকা পাঠিয়েছি। সংসদ সদস্য যাকে ভালো মনে করছেন, তিনি তাকেই ডিও লেটার দিয়েছে।
এতে আমার কিছুই করার নেই। উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, বিদ্যেুাৎসাহী দেয়ার এখতিয়ার সংসদ সদস্যের। এখানে শিক্ষা কমিটির কোনো করণীয় নেই।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়