প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে একাট্টা শিক্ষার্থী-এলাকাবাসী

নিজস্ব রতিবেদক, নড়াইলঃ জেলার সদর উপজেলার মিরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে মিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ছাত্র ছাত্রী ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ মানববন্ধন চলা কালে বক্তব্য রাখেন ভদ্রবিলা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অবিভাবক পান্নালাল রায়, মিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রদীপ কুমার রায়, আলী আহমেদ সিকদার, আক্তার শেখ, রশীদ মোল্যা, ইউপি সদস্য আনিচ শেখ অনেকে।

মানববন্ধন শেষে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তৃতারা দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আইয়ুব হোসেনের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম, দুর্নীতি স্বেচ্ছাচারিতা,ক্ষমতার অপব্যবহার, দীর্ঘদিন ম্যানেজিং কমিটি নির্বাচন না দেয়া, এলাকাবাসীকে না জানিয়ে বিদ্যালয়ের ক্রিড়া অনুষ্ঠান করা এবং প্রধান শিক্ষকের ইন্ধনে ছাত্রছাত্রীদের মারপিট করার অভিযোগ তুলে প্রধান শিক্ষকের অপসারণের দাবি করেন এবং এই প্রধান শিক্ষক থাকলে অবিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয়ে না পাঠানোর ঘোষণা করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়