প্রধান শিক্ষকের অপসরণ দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাইবান্ধাঃ গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব এর অশ্লীল কার্যকলাপের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন বিদ্যালয়ের ছাত্ররা।

রবিবার (৮ অক্টোবর) গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বিক্ষুদ্ধ ছাত্ররা স্কুল থেকে বের হয়ে শহরে মিছিল ও সমাবেশ করে। মিছিলটি জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। সেখানে তারা জেলা প্রশাসক বরাবর প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব অপসরণসহ শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত থাকাকালীন ছাত্রীদের সাথে অশালীন আচারণের দায়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বদলী করা হয়। যোগদানের শুরুতেই আবারও গত ৫ অক্টোবর বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক কর্মচারী উপস্থিত হওয়ার আগেই প্রধান শিক্ষক তার সাবেক কর্মস্থলের এক শিক্ষিকাকে কক্ষে নিয়ে আসেন। এ ঘটনায় সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়