ফরিদপুরঃ জেলার বোয়ালমারীর শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান জর্জ একাডেমিতে র্যাগ ডে উদযাপনের নামে অশ্লীল কর্মকান্ডের অভিযোগ উঠেছে। বিদায় অনুষ্ঠানের নামে অশ্লীল র্যাগ ডে উদযাপনের নানা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে। গত রবিবার এই র্যাগ ডে উদযাপন করে ২০২৩ ব্যাচের এসএসসি পরীক্ষার্থীরা।
জানা যায়, হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দেশনা থাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ২০২২ সালে এক প্রজ্ঞাপন জারি করে র্যাগ ডের নামে অবক্ষয়মূলক কার্যক্রম নিষিদ্ধ করে। মন্ত্রণালয় ও আদালতের এই নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বোয়ালমারী জর্জ একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম র্যাগ ডের অনুমোদন দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার কতিপয় শিক্ষার্থী র্যাগ ডে উদযাপনের পরিকল্পনা করে মাথাপিছু ৩৫০ টাকা করে চাঁদা সংগ্রহ করে। কয়েকজন শিক্ষক এতে সহযোগিতা করেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া র্যাগ ডের ভিডিওতে দেখা গেছে, সাউন্ডবক্সে গানের তালে তালে ছেলেমেয়েরা একসঙ্গে নাচানাচি করছে, সেইসঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন ও ফটোসেশন করছে। এ ছাড়া অনুভূতি ব্যক্ত করার নামে একে অপরের গায়ের টি-শার্টে উত্তেজক, কুরুচিপূর্ণ নানা শব্দ লিখে দিতে দেখা যায়। সেসব টি-শার্ট পরে শিক্ষকদের সঙ্গে ঘুরে বেড়াতে ও ফটোসেশন করতে দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। বোয়ালমারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী হাসান ফিরোজ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের গর্বের প্রতিষ্ঠানে র্যাগ ডের নামে যে অপসংস্কৃতি ও বেহায়াপনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে তার তীব্র নিন্দাসহ প্রতিবাদ জানাই।’
প্রাক্তন শিক্ষার্থী আল আমিন বলেন, ‘পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের নামে কিছু উচ্ছৃঙ্খল ছেলেমেয়ের কর্মকা- দেখে হতবাক হয়েছি।’
বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য সম্পা রেজা বলেন, ‘বর্তমান কমিটির কতিপয় সদস্য, সভাপতি ও সহকারী প্রধান শিক্ষক প্রতিষ্ঠানটি নিয়ে যে নোংরামি শুরু করেছে, তাতে কমিটির সদস্য হিসেবে আমি লজ্জিত।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, ‘আমার অনুমতি নিয়েই শিক্ষার্থীরা র্যাগ ডে আয়োজন করেছে। ভদ্রোচিতভাবেই তারা আনন্দ করেছে। যা হয়েছে এটা স্বাভাবিক, এতে আমি দোষের কিছু দেখি না।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘র্যাগ ডের নামে অশ্লীল কিছু উদযাপন নিষিদ্ধ। জর্জ একাডেমির বিষয়টি আমি জানার সঙ্গে সঙ্গেই তা বন্ধ করতে নির্দেশনা দিয়েছি।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়