প্রধান শিক্ষকসহ সাত পদে নিয়োগে কোটি টাকার লেনদেন!

লালুয়া বাগালি মাধ্যমিক বিদ্যালয়

খুলনাঃ জেলার কয়রার লালুয়া বাগালি মোশারফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে নিয়ম বহির্ভূতভাবে ম্যানেজিং কমিটি গঠনের মাধ্যমে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও নতুন সৃষ্ট অফিস সহায়ক, নিরাপত্তাকর্মী, ঝাড়ুদার, আয়াসহ ৭টি পদে জনবল নিয়োগে প্রায় কোটি টাকা বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। ওই কমিটির বিরুদ্ধে আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ বন্ধের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মৃত মোশারফ সানার ছেলে দাতাসদস্য আকরাম হোসেন সানাসহ একাধিক অভিভাবক মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, সাত জনবল নিয়োগে কোটি টাকা বাণিজ্য করতে গত ২৫ মে বিদ্যালয়টিতে ত্রæটিপূর্ণ ভোটার তালিকা তৈরি করে বেআইনিভাবে একটি পাতানো নির্বাচনের মাধ্যমে বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি আলমগীর হোসেনকে সভাপতি করে তড়িঘড়ি ম্যানেজিং কমিটি গঠন করা হয়। ত্রুটিযুক্ত নির্বাচনের বিরুদ্ধে বিদ্যালয়টির শিক্ষার্থী অভিভাবক মো. রাশেদুজ্জামান বাদী হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ আটজনকে বিবাদী করে কয়রা সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেন। আদালত ওই মামলায় বিবাদীদের বিরুদ্ধে শোকজ নোটিস জারি করলেও আদেশ অমান্য করে আলমগীর হোসেনকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। এরপর বিতর্কিত অভিভাবক সদস্যের সমন্বয়ে নবগঠিত কমিটি যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গত ১৭ জুলাই অনুমোদন দেয়। এ কমিটির সদস্যরা বিধিবহির্ভূতভাবে ঢাকা শহরের চাকরিজীবী জনৈক খাইরুল ইসলামকে পরিকল্পিতভাবে বিদ্যোৎসাহী সদস্য মনোনীত করেন। নবগঠিত কমিটির সভাপতি, কতিপয় সদস্য ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলে সম্পূর্ণ বেআইনিভাবে তড়িঘড়ি করে নিজ পছন্দের লোকজন নিয়োগের লক্ষ্যে প্রায় কোটি টাকা উৎকোচ নিয়ে নিয়োগের পাঁয়তারা করছেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা নুরুল্লাহ বলেন, চাকরি পেতে অনেকেই আবেদন করেছেন। কিন্তু কারো কাছ থেকে কোনো টাকা নেয়া হচ্ছে না।

নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর হোসেন বলেন, এই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ম্যানেজিং কমিটি ছিল না। গত ৮ মাস আগে আদালতের নির্দেশে এডহক কমিটির অনুমোদন দেয়া হয়। সে অনুুযায়ী আমাকে ওই কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে এডহক কমিটি সম্পূর্ণ বৈধ নির্বাচনের মাধ্যমে আমাকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করে। এসব নিয়োগে কোনো প্রকার টাকা নেয়া হচ্ছে না বলে তিনি দাবি করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়