চট্টগ্রামঃ জেলার লোহাগাড়ার আধুনগর রসিদারঘোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এর প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে প্রধান শিক্ষকের সাময়িক বরখাস্ত প্রত্যাহারের দাবিতে বিদ্যালয়ের মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা দাবি করেন, যতক্ষণ পর্যন্ত না প্রধান শিক্ষক বজলুর রহমানের সাময়িক বরখাস্ত প্রত্যাহার করা হবে, ততক্ষণ পর্যন্ত শ্রেণি কার্যক্রমে ফিরে যাবে না তারা।
জানা যায়, গত ২৯ আগস্ট স্কুল পরিচালনা পর্ষদের সভায় প্রধান শিক্ষক বজলুর রহমানকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে শিক্ষক ও শিক্ষার্থীকে মারধর ও আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়। এ সংবাদ পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকে ক্লাস বর্জন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এদিন বিদ্যালয় প্রাঙ্গণে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা পরিচালনা পর্ষদের সদস্যদের বিরুদ্ধে স্লোগানসহ প্রতিবাদ বিক্ষোভ করছে।
এ বিষয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী প্রতীক হাসান ও আয়াজ হোসেন জানায়, আমাদের প্রধান শিক্ষককে বিনা কারণে শাস্তি প্রদান করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত প্রধান শিক্ষকের শাস্তি প্রত্যাহার করা হবে না, ততক্ষণ পর্যন্ত এ বিক্ষোভ কর্মসূচি চলবে।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক বজলুর রহমান জানান, তিনি কোনো শিক্ষার্থীকে মারধর করেন নি এবং তার সময়ে কোনো আর্থিক অনিয়মও হয়নি।
এদিকে বিদ্যালয়ের সভাপতি নাছরিন মাশকুরা রোকন জানান, প্রধান শিক্ষক দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থীদের বেত্রাঘাতসহ আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত। এ বিষয়ে তাকে সতর্ক করা হলেও তিনি কর্ণপাত করেননি। তাই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
লোহাগাড়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, প্রধান শিক্ষকের সাময়িক বরখাস্তের পর শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে লোহাগাড়া এসি (ল্যান্ড) মো. শাহজাহান, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিনসহ পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে বিষয়টি সুরাহার চেষ্টা চলছে, যাতে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়