নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছমির উদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বড় ভাই আব্দুর রউফ বিশ্বাসের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাপুর বাজারের একটি চায়ের দোকানে ওই ঘটনা ঘটে।
বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যানের সামনেই প্রধান শিক্ষককে লাঞ্ছিত করেন তার বড় ভাই। ঘটনাটি জানাজানি হলে রাতে সোনাপুর বাজারে বিদ্যালয়টির শিক্ষক বৃন্দ ও এলাকাবাসী প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন। অভিযুক্ত আব্দুর রউফ বিশ্বাস বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি।
জানা যায়, সন্ধ্যায় সোনাপুর বাজারে একটি চায়ের দোকানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও তার বড় ভাই রউফ বিশ্বাস বসে ছিলেন। সেখানে মাঝবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছমির উদ্দিন আসেন। তখন রউফ বিশ্বাস জানতে চান বিদ্যালয়ের শিক্ষা সফরে কেন বাইরের বখাটে ছেলেদের নিয়ে যাওয়া হয়েছিল। বাইরের ছেলেরা মেয়েদের বিরক্ত করেছিল। তখন প্রধান শিক্ষক জানান কোনো বাইরের ছেলে যায়নি। কথা কাটাকাটির এক পর্যায়ে রউফ বিশ্বাস প্রধান শিক্ষকের গালে চর বসিয়ে দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছমির উদ্দিন বলেন, দীর্ঘ দিন তারা দুই ভাই ম্যানেজিং কমিটির সভাপতি ছিল পর্যায়ক্রমে। কিন্তু এবার নতুন সভাপতি হয়েছে। মূলত এই বিষয় নিয়ে তারা দুই ভাই আমার ওপর ক্ষিপ্ত। আমরা বিদ্যালয় থেকে শিক্ষা সফরে গিয়েছিলাম ফেব্রুয়ারির দুই তারিখে। সেখানে শিক্ষার্থী ছাড়াও অভিভাবক ছিল। কেউ কোনো অভিযোগ দেয়নি। একমাস পর এসে তিনি এসব অভিযোগ করছেন আবার নিজে শিক্ষা অফিসে অভিযোগ দিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
অভিযুক্ত আব্দুর রউফ বিশ্বাস বলেন, আমি দীর্ঘ দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলাম। অবসরের পর সভাপতিও ছিলাম। কিন্তু এবছর শিক্ষা সফরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাইরের কিছু বখাটে ছেলেদের নিয়ে যায় প্রধান শিক্ষক। এই কথা বলাতে সে চেয়ারম্যান সামনেই বেয়াদবি করছিল। তাই রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে একটা চর দিয়েছি।
বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, প্রধান শিক্ষক ছমির উদ্দিন চরম বেয়াদব। সে শিক্ষা সফরে বখাটে ছেলেদের নিয়ে যায়। এজন্য শিক্ষা অফিস তাকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে। সেই কথা বলাতে আমার সঙ্গে চরম বেয়াদবি করছে। এছাড়া তেমন কিছু হয়নি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়