প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে নতুন এমডি স্মৃতি কর্মকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতে সহায়তার লক্ষ্যে গঠিত প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব স্মৃতি কর্মকারকে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন এ পদে নিয়োগ দেয়া হয়েছে।

গতকাল রবিবার (১২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে ওই প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ।

এতে বলা হয়, বর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে উল্লিখিত পদে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ দেয়া হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়