শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ আপনার সন্তানকে নিশ্চয়ই আপনি নিজের চাইতেও বেশি ভালোবাসেন। প্রত্যেকেই চান তার সন্তান বেড়ে উঠুক একজন সফল এবং ভালো মানুষ হিসেবে।
আর তাই নিজের সন্তানের দেখাশোনার কোনো ত্রুটি রাখতে চান না কেউ। আপনার আদরের সন্তানকে প্রতিদিন কিছু বিশেষ কথা জানানো জরুরী।
২. প্রতিটা শিশু তার নিজ নিজ ক্ষেত্রে স্পেশাল। সে আপনাদের কাছে কতটা স্পেশাল তা তার সামনে তুলে ধরুন। তার এই দৃষ্টিকোণ তাকে ভবিষ্যতে বড় বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
৩. তার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছেন এটা তাকে বুঝতে দিন, কোনটা সঠিক এবং কোনটা ভুল তা বুঝতে দিন তাকে।
৪. বিশ্বাস হল সম্পর্কের ভিত্তি। আপনি আপনার সন্তানকে কতটুকু বিশ্বাস করেন তা তাকে প্রতিনিয়ত বলুন এবং সন্তানের মাঝে আপনার জন্য বিশ্বাস গড়ে তুলুন।
৫. আপনি আপনার সন্তানের জন্য গর্বিত এই কথাটি বার বার তার সামনে বলুন, এটা তাকে আরও ভালো কিছু অর্জনে উৎসাহিত করবে।
৬. সন্তানের অপূর্ণতা জানা সত্ত্বেও তাকে নিখুঁতভাবে ভালোবাসুন। সে কতটা নিখুঁত তা তাকে বোঝান। তাদের ভুলত্রুটিগুলি গ্রহণ করে তাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করুন।
৭. সন্তানের যে কোন চেষ্টাতে তুমি পারবে বলে সাহায্য করুন। বাবা-মায়ের বিশ্বাস সন্তানকে যে কোন বাঁধা পার করতে সাহায্য করে।
৮. সন্তানের যে কোন ভালো গুণের প্রশংসা তার সামনেই করুন এবং সে যেনো এই ভালো গুন ধরে রাখে সেটা তাকে বোঝান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়