প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হবেঃ প্রধানমন্ত্রী
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, বুধ, ৬ জানুয়ারি ২১অনলাইন ডেস্ক :
প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার কাজ চলছে জানিয়ে করোনাকালে দেশে ফিরে আসা প্রবাসীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার (৬ জানুয়ারি) অভিবাসী দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় বঙ্গবন্ধু কন্যা আরো বলেন- অন্ধের মত বিদেশে ছুটলেই দালালদের খপ্পরে পড়তে হয়। তাই নিজেকে দক্ষ করে গড়ে তুলে বিদেশে কাজে যাওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষাবার্তা/ বিআ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.