প্রকল্পের টাকা আত্মসাৎ করে অন্য স্কুলে বদলি শিক্ষকের

উলিপুরের সিদ্ধান্ত মালতিবাড়ী প্রাথমিক বিদ্যালয়

কুড়িগ্রামঃ জেলার উলিপুরে কাজ না করে প্রকল্পের টাকা তুলে অন্য প্রতিষ্ঠানে বদলি হওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির স্বাক্ষর জাল করে প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে ওই বিদ্যালয়ের সভাপতি হাফিজুর রহমান বৃহস্পতিবার উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি উলিপুর উপজেলার সিদ্ধান্ত মালতিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।

অভিযাগ সূত্রে জানা যায়, গত জানুয়ারি মাসে ওই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান বিদ্যালয়ের সহকারী শিক্ষক মালা রাণী। বিদ্যালয়টিতে ২০২২-২৩ অর্থবছরে স্লিপ প্রকল্পের ৪৩ হাজার ৭০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। গত ৩ আগস্ট ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মালা রাণী প্রকল্পের ৩৫ হাজার টাকা উত্তোলন করেন। কিন্তু কাজ না করায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতিসহ অন্য সদস্যরা জানতে চাইলে তিনি টালবাহানা করেন। এরই মধ্যে গত ২৯ অক্টোবর গোড়াই পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়ে যান তিনি। বদলি হওয়ার পরদিন ৩০ অক্টোবর সভাপতির স্বাক্ষর জাল করে অবশিষ্ট আট হাজার ৭০০ টাকা তুলে আত্মসাৎ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

একটি সূত্র জানায়, শুধু সিদ্ধান্ত মালতিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাজ না করে প্রকল্পের টাকা আত্মসাতের ঘটনা অহরহ। এসব অনিয়মে উপজেলা শিক্ষা অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা জড়িত রয়েছেন বলে সূত্রটি জানিয়েছে। এ নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে শিক্ষক মালা রাণী বলেন, অভিযোগের বিষয়টি ভুয়া ও ষড়যন্ত্র। প্রকল্পের যেসব কাজ করা হয়েছে এসব শিক্ষা অফিসে ডকুমেন্ট রয়েছে।

তবে উপজেলা শিক্ষা কর্মকর্তা আমির হোসেন কোনো মন্তব্য করতে রাজি না হলেও অভিযুক্ত শিক্ষকের পক্ষে সাফাই গেয়ে বলেন, ‘আমার শিক্ষক কোনো অর্থ আত্মসাৎ করেননি।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়