ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ) প্রতিবেদকঃ বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি নওগাঁর পোরশা শাখার ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৩বছর মেয়াদে কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির অন্তর্ভক্ত ৩৯১ সদস্যের মধ্যে ৩৭১জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে পোরশা উপজেলা শাখা কমিটির সদস্যের মধ্যে সভাপতি পদে কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক শাহ্ ২০৫ ভোট, সাধারন সম্পাদক পদে নিতপুর শহিদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরিফুল ইসলাম ২২১ ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে পাহাড়িয়া পুকুর বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোস্তফা হাবিব ২৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদের সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনাকারী ছাওড় বরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল কুমার সরকার।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়