অনলাইন ডেস্ক।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পুবের বিলে নিজেদের পৈত্রিক জমি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। অসাধারণ সেই দৃশ্যে বাংলার প্রধানমন্ত্রী ধরা দিয়েছেন চিরায়ত বঙ্গকন্যার রূপে।
এ সময় প্রধানমন্ত্রী সারাদেশের সব অনাবাদি পতিত জমিতে চাষাবাদ করার জন্য দেশবাসীকে আহ্বান জানান। তিনি বলেন, কোথাও এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে।