কক্সবাজারঃ জেলার টেকনাফে বন্ধুদের সঙ্গে আড্ডার সময় পুলিশের টহল দেখে ব্রিজ থেকে খালে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টাকালে কামরুল হাসান কাইয়ুম নামের এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে ঘটনাটি ঘটে।
২০ বছর বয়সী কামরুল টেকনাফ উপজেলার হোয়াইক্যং বাজার পাড়া এলাকার আব্দুল হকের ছেলে। তিনি ছাত্রলীগের হোয়াইক্যং ইউনিয়ন কমিটির দপ্তর সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানান, কাইয়ুম ও তার দুই বন্ধু মিলে হোয়াইক্যং প্রধান সড়কের একটি ব্রিজের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির পুলিশের একটি টিম তাদের দিকে এগিয়ে যেতে দেখে তারা দিগবিদিক ছুটাছুটি শুরু করেন। এসময় কাইয়ুম কোনো উপায় না পেয়ে পুলিশের হাত থেকে রক্ষা পেতে খালে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে টেকনাফ মডেল থানার ওসি মো. জোবাইর সৈয়দকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
তবে কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম বলেন, ‘রাতে পুলিশের একটি টহল দেখে কয়েকজন যুবক দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পালানোর চেষ্টা করে। এসময় এক যুবক খালে ঝাঁপিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহাতায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।’
ঘটনাটি দুঃখজনক বলে উল্লেখ করেন পুলিশের এ কর্মকর্তা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়