পুলিশের ঊর্ধ্বতন ৮ পদে রদবদল

ঢাকাঃ পুলিশের ঊর্ধ্বতন আটটি পদে রদবদল ও পদায়ন করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহ্‌মদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে; ময়মনসিং রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে ঢাকা রেঞ্জে, এসবির মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে ঢাকা রেঞ্জের আদেশ বাতিল করা হয়েছে; রাজশাহী মহানগরী পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাককে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি।

রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. রশীদুল হাসানকে রাজশাহী মহানগরী পুলিশে; চট্টগ্রাম মেট্রোপলিট পুলিশের অতিরিক্ত ডিআইজি এম এ মাসুদকে ঢাকার শিল্পাঞ্চল পুলিশে; শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি মাসুদ আহাম্মদকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সাজিদ হোসেনকে ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন মহালছড়ি, খাগড়াছড়িতে বদলি/পদায়ন করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়