পুতিনকে হত্যায় ড্রোন হামলা

রাশিয়ার অভিযোগ

ঢাকাঃ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন ক্রেমলিনে গত রাতে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। পুতিনকে হত্যার লক্ষ্যে ইউক্রেন এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে মস্কো। খবর: বিবিসি ও আলজাজিরার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মস্কো অভিযোগ করেছে যে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার লক্ষ্যে ইউক্রেন রাতের বেলা ক্রেমলিনে ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছে।

বুধবার (৩ মে) ক্রেমলিনের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়। পাশাপাশি বেশ কয়েকটি রাশিয়ান সংবাদ সংস্থার প্রতিবেদনেও এমন দাবি করা হয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, ইলেকট্রনিক রাডার ব্যবহার করে ড্রোনগুলিকে অকার্যকর করা হয়।

রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে মস্কোর কেন্দ্রস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে ওই ফুটেজ ক্রেমলিনে হামলার কি না, তা যাচাই করা যায়নি।

রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, পুতিন আহত হননি। কারণ তিনি সেই সময় ক্রেমলিনে ছিলেন না। তার মুখপাত্র দিমিত্রি পেসকভ রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে বলেছেন, ক্রেমলিন ভবনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

ক্রেমলিন বলেছে, এ হামলাকে ‘পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং রুশ প্রেসিডেন্টকে হত্যাচেষ্টা’ হিসাবে বিবেচনা করা হচ্ছে এবং এ জন্য রাশিয়া ‘যেখানে যখনই প্রয়োজন মনে করবে প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়ার অধিকার রাাখে’।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৫/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়