পিকনিকে এসে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

সুভাষ বিশ্ববাস, জেলা প্রতিবেদক, নীলফামারীঃ জেলার ডিমলা উপজেলার তিস্তা ব্যারাজ এলাকা ডালিয়ায় বন্ধুদের সঙ্গে পিকনিকে আসেন দশম শ্রেণির ছাত্র সাগর চন্দ্র রায় (১৫)। তিস্তা ব্যারাজের উজানে কয়েক বন্ধু মিলে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। এরপর স্থানীয় জেলেরা তার মরদেহ উদ্ধার করে। শনিবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

সাগর ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার প্রয়োগপুর গ্রামের সত্যজিৎ রায়ের ছেলে এবং ওই উপজেলার নেকমোরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। একটি কোচিং সেন্টারের মাধ্যমে শনিবার সকালে পিকনিকে আসে বলে জানান স্থানীয়রা।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান জানান, পিকনিকে এসে কয়েক বন্ধু মিলে তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সাগর। এর প্রায় এক ঘণ্টা পর স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে। পরে তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘ঘটনাস্থলটি লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানা এলাকায়। পরে তাকে ডিমলা হাসপাতালে আনা হয়। আমরা এখনো অভিভাবক আসার অপেক্ষায় আছি। অভিভাবক আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়