নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁওঃ জেলার ভুল্লী বাজারে পিক-আপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেলো রাব্বি (১৫) নামে ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রের ।
শুক্রবার (১০ মার্চ) সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ভুল্লী বাজারে পঞ্চগড় গামী পিক-আপ ভ্যান পিছন থেকে ওই ছাত্রের বাইসাইকেল ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি (১৫) সদর উপজেলার ভূল্লী বালিয়া ইউনিয়নের বগুলাডাঙ্গী পাবনাপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে। সে বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভূল্লী চৌরাস্তা পাশেই পঞ্চগড় গামী একটি পিকআপ ভ্যান স্কুল ছাত্র রাব্বির বাই সাইকেল যোগে কোচিং করতে যাওয়ার পথে পিছন থেকে ধাক্কা দিলে এ দূর্ঘটনাটি ঘটে। পরবর্তীতে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্কুল ছাত্র রাব্বি সকালে সাইকেল যোগে কোচিংয়ে যাওয়ার পথে ভূল্লী বাজারে মহাসড়কে পিছন থেকে একটি পিক-আপ ভ্যান ধাক্কা দেয়। পরে সদর হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই পিক-আপ ভ্যানটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়