পিকআপচাপায় শিক্ষক নিহত, থানা ঘেরাও করে বিক্ষোভ

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের পিকআপভ্যানচাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। তার নাম তৌহিদুল ইসলাম (৪০)। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ পূর্ব ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৌহিদুল ইসলাম রামগঞ্জ উপজেলার জয়পুরা এসআরএমএস উচ্চ বিদ্যালয় ভোকেশনাল অ্যান্ড কলেজের শিক্ষক। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।

এদিকে এ ঘটনার পর ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাজীগঞ্জ থানা ঘেরাও করে। উত্তেজিত শিক্ষার্থীরা গাড়ি ও দোকান ভাঙচুর করে।

হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি জানান, চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ পূর্ব ব্রিজসংলগ্ন এলাকায় পিকআপভ্যানচাপায় ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী তৌহিদুল ইসলামের মৃত্যু হয়। এ সময় আহত হন অটোচালকও। তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক পিকআপভ্যান নিয়ে পালিয়ে গেলেও অটোরিকশাটি জব্দ করা হয়।