পিআরএল শুরু করলেন ডিজি গোলাম ফারুক

অনলাইন ডেস্ক।।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা  অধ্যাপক ড. মো. গোলাম ফারুক অবসরে যাচ্ছেন। সোমবার তার শেষ কর্মদিবস ছিলো। আজ মঙ্গলবার থেকে অবসর প্রস্তুতিমূলক ছুটি (পিআরএল) শুরু।

মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বিএনপি-জামাত আমলে দশ শতাংশ কোটায় অধ্যাপক নিযুক্ত হয়েছেন। এরপরপরই তৎকালীন সরকারের উচ্চ মহলের আশীর্বাদে সৌদিতে লিয়েনে ছিলেন প্রায় ৭ বছর। সৌদি থেকে ফিরে  এসেই আওয়ামী লীগ  সরকারের কাছ থেকে সুবিধা নেন বিশ্ববিদ্যালয় জীবনে ‘কয়েকদিন ছাত্র ইউনিয়নের মিছিল করার অভিজ্ঞতায়’। প্রথমে নায়েমের মহাপরিচালক ও পরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্ব পাওয়ার পর নানা অঘটনের মধ্যেও টিকে ছিলেন। 

শিক্ষাখাত সংশ্লিষ্টদের মতে, সৈয়দ গোলাম ফারুক ও  সেসিপের উপপরিচালক শামসুন্নাহারের ‘সেসিপ কেলেংকারি’র দায়ে শাস্তির ফাইল আটকানো ও শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বাণিজ্যর অভিযোগ তদন্ত স্থগিত করার ঘটনায় ক্ষুব্ধ হয়ে একজন সচিব অন্য মন্ত্রণালয়ে বদলি হয়ে চলে গেছেন। অথবা অভিযুক্তদের শাস্তি দিতে চাওয়ায় সচিবকেই বদলি হতে হয়েছে।

জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পেতে শিক্ষা ক্যাডারের অনেকেই আগ্রহী।