পাহারতলি উচ্চ বিদ্যালয়: শিক্ষাবার্তা’য় সংবাদের পর তদন্ত শুরু

পঞ্চগড় প্রতিবেদকঃ জেলার সদর উপজেলার পাহাড়তলি উচ্চ বিদ্যালয়ের পাঁচটি পদে নিয়োগ পরীক্ষার পূর্বে চুড়ান্ত প্রার্থীদের নাম ফাঁস হওয়ার ঘটনায় গত ৪ সেপ্টম্বর ‘পাহাড়তলি উচ্চ বিদ্যালয়: নিয়োগ পরীক্ষার আগেই প্রার্থী চুড়ান্ত‘ শিরোনামে শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আকতার ।

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম শিক্ষা বিভাগকে লিখিতভাবে তদন্তের নির্দেশ দেন । আগামি ১৩ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আকতার ।

এ বিষয়ে  জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আকতার বলেন, জেলা প্রশাসকের নির্দেশে আমি পাহাড়তলি উচ্চ বিদ্যালয়ের তদন্ত শুরু করেছি। আগামি ১৩ সেপ্টেম্বরের মধ্যে ইনশাআল্লাহ জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবো।

পাহাড়তলি উচ্চ বিদ্যালয় সুত্রে জানা গেছে, পাঁচটি পদের জন্য গত ২৮ মে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগ পরীক্ষার মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে সহকারী প্রধান শিক্ষক, আয়া, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী, কম্পিউটার ল্যাব অপারেটর পদে একজন করে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর ৫৩ জন চাকুরি প্রার্থী চাকুরির জন্য লিখিত আবেদন করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়