নিজস্ব প্রতিবেদক।।
ভারতে চলমান বিশ্বকাপে ‘ব্যর্থতার দায়ভার কাঁধে’ নিয়ে পুরো জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান (পাপন), প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (পুরুষ) অধিনায়ক সাকিব আল হাসান বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (১২ নভেম্বর) তাদের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন খন্দকার হাসান শাহরিয়ার নামে হাইকোর্টের এক আইনজীবী।
নাজমুল হাসান পাপন ও নিজাম উদ্দিন চৌধুরীর প্রতি অনুরোধ জানিয়ে নোটিশের শেষাংশে বলা হয়, ‘আপনি/আপনারা নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে সম্পূর্ণ কোচিং স্টাফ ও নির্বাচক কমিটি বাতিল করবেন। একই সঙ্গে আইসিসি পুরুষ বিশ্বকাপ ক্রিকেট ২০২৩–এ ব্যর্থতার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করবেন। এ ছাড়া উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নিজস্ব কোচ তৈরি; আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো যে ধরনের উইকেটে হয়, তার অন্তত কাছাকাছি মানের উইকেটে ঘরোয়া লিগ আয়োজন; স্কুল ও বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ও প্রশিক্ষণের আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবেন। একই সঙ্গে আপনি/আপনারা (নাজমুল হাসান পাপন, নিজাম উদ্দিন চৌধুরী ও সাকিব আল হাসান) আইসিসি পুরুষ বিশ্বকাপ ক্রিকেট ২০২৩–এ ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে সমগ্র জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করবেন।’
অন্যথায় প্রচলিত আইন অনুসারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন বলে নোটিশে উল্লেখ করেছেন আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। তিনি বলেছেন, সে ক্ষেত্রে অহেতুক মামলায় জড়ানোর জন্য যাবতীয় ক্ষতিপূরণ নোটিশ প্রাপকদেরই বহন করতে হবে।
নোটিশে আরও বলা হয়, মাঠের খেলার বাইরে এবারের বিশ্বকাপে সাকিব আল হাসান টুর্নামেন্টের মাঝে দলকে ফেলে দেশে এসেছিলেন অনুশীলন করতে। এর আগেও তিনি বিভিন্ন সময়ে খেলা চলাকালীন বিজ্ঞাপনের শুটিং করে সমালোচিত হয়েছিলেন। যা কাম্য নয়। সাকিবের মতো একজন উঁচু মাপের খেলোয়াড়ের কাছে সমগ্র জাতি আরও পেশাদারিত্ব ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে।
এদিকে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের ব্যর্থ মিশন শেষে আজ দেশে ফিরেছে বাংলাদেশ দল। আগের তিন বিশ্বকাপে তিনটি করে জয় পেলেও এবার মাত্র দুটি ম্যাচে জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে টাইগারদের।অন্তত সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছিল বাংলাদেশ দল। তবে যে আশার ফানুস নিয়ে ভারতে গিয়েছিল টাইগাররা, ব্যাটে-বলে ধারাবাহিক ব্যর্থতায় আগেই বিদায় নিয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়