ঢাকাঃ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে দুই ছাত্রকে অমানবিকভাবে নির্যাতনের অভিযোগে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। পরে তাদেরকে আটকও করা হয়। সরকার এ ব্যাপারে দ্রুত তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
এআরওয়াই নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, জিসান ও আনিস নামের দুই শিক্ষক ১৩ শিক্ষার্তীকে অমানবিকভাবে নির্যাতন করেন। শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরে এক শিক্ষার্থীর বাবা এবং চাচার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ শিক্ষক দুজনকে মিয়ানওয়ালি এবং জাতলিস্থ তাদের বাসভবন থেকে আটক করেছে। তাদের বিরুদ্ধে ‘অস্বাভাবিক আক্রমণ’ করার অভিযোগ দায়ের করা হয়েছে।
পরে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টাস হাসপাতালের তদন্তে দেখা যায়, অন্তত আট শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছে।
পাঞ্জাবের কেয়ারটেকার মুখ্যমন্ত্রী মোহসিন নাকভি বিষয়টি আমলে নিয়ে পুলিশকে বিস্তারিত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন।
বিচার বিভাগীয় এক ম্যাজিস্ট্রেট অভিযুক্ত শিক্ষকদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়