পাঁচ শিক্ষার্থীর পাঠদানে চার শিক্ষক!

নীলফামারীঃ জেলার ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা মাত্র পাঁচজন। অথচ তাদের পাঠদানের জন্য শিক্ষক কর্মরত রয়েছেন চারজন।

গত (১৫ই নভেম্বর) দুপুরে সরেজমিনে স্কুলে এমন চিত্র দেখা যায়।

এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শুধু উপস্থিতিই নয়, প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধে রয়েছে নানা অনিয়ম এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ। এসব বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েও সুফল মিলছে না বলে জানায় ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা।

সরেজমিনে দেখা গেছে, পঞ্চম শ্রেণিতে তিনজন, তৃতীয় শ্রেণিতে দুইজন এবং চতুর্থ শ্রেণিতে কোন শিক্ষার্থীই নাই। মাত্র পাঁচজন শিক্ষার্থী শ্রেণিকক্ষে উপস্থিত আছে। আর শিক্ষক আছেন চারজন। উপস্থিত শিক্ষার্থীদের পাঠদান না করে অফিস কক্ষে বসে গল্প করছিলেন সহকারী শিক্ষক ফারমেনা ও মিলি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরবানু হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে গেছেন বাহিরে।

অপর সহকারী শিক্ষক আরজুমান বর্তমানে মাতৃকালন ছুটিতে।

২০২২-২৩ অর্থ বছরে শিশুশ্রেণির ১০ হাজার এবং স্লিপ বাবদ ৫০ হাজার টাকা স্কুলের সংস্কার বাবদ ব্যয় করার কথা থাকলেও পুরো টাকাই পকেটজাত করার অভিযোগ করেছেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

২০১৪ সালের জানুয়ারি মাসে সরকারিকরণ হয়। প্রতিষ্ঠানের তথ্য অনুসারে স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা ১০৪ জন।

স্থানীয় বাসিন্দা মজিদা বেগম বলেন, প্রধান শিক্ষক নুরবানু তার নিজের খেয়াল-খুশি মতো স্কুল পরিচালনা করেন। শিক্ষার্থীরা লেখা-পড়ায় অমনোযোগী হলেও বিষয়টি নিয়ে তার কোন মাথা ব্যথা নেই। এমনকি পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থী নিজের নামটাও ভালোভাবে লিখতে জানেন না। তাই এই স্কুলে বাচ্চাদের কেউ ভর্তি করতে চাচ্ছে না।

প্রধান শিক্ষক নুরবানু বলেন, আমাদের স্কুলে মোট শিক্ষার্থী ১০৪ জন। স্কুলের জায়গায় নতুন ভবন নির্মাণ হচ্ছে। এখানে অস্থায়ীভাবে ১৫ শতাংশ জায়গা কিনে শিক্ষা কার্যক্রম চলমান রেখেছি। নতুন ভবন নির্মাণ হলে শিক্ষার্থীর সংকট থাকবে না। ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করার জন্য হোমভিজিট চলমান রয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এ কে এম সাজ্জাদুজ্জামান বলেন, সংশ্লিষ্ট সহকারি উপজেলা শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক বলেন, বিষয়গুলো খুব দ্রুত সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়