নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ক পাঁচ দিনের মৌলিক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণে আগ্রহী কর্মকর্তাদের আবেদন আহবান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউশি।
রবিবার মাউশির সহকারী পরিচালক (প্রশিক্ষণ-৩) মোঃ আনোয়ারুল আউয়াল খান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ২০২৩-২০২৪ অর্থবছরে প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ক ০৫ (পাঁচ) দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হবে। আপনার প্রতিষ্ঠান হতে বর্ণিত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণে আগ্রহী কর্মকর্তাদের http://stms.emis.gov.bd ব্যবহার করে আগামী ২৫/১০/২০২৩ তারিখের মধ্যে আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এতে আরও বলা হয়, এই প্রশিক্ষণ কোর্সটি সম্পূর্ণ অনাবাসিক এবং ঢাকায় অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাগণ শুধুমাত্র প্রশিক্ষণ নির্ধারিত হারে প্রশিক্ষণ ভাতাদি প্রাপ্য হবেন। টিএ/ডিএ তার স্ব স্ব প্রতিষ্ঠান হতে প্রাপ্য হবেন। আবেদন সংক্রান্ত কারিগরি সহায়তার জন্য জনাব মোঃ মামুন অর রশিদ, সহকারী প্রোগ্রামার (ই.এম.আই.এস সেল),মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ,ঢাকা মোবাইল নম্বর 01716821600 (সকাল ৯:০০ বিকাল ৪:০০ ) এর সাথে যোগাযোগ করা যেতে পারে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়