পরীক্ষার হলে অন্তঃসত্ত্বা ছাত্রীকে পিটিয়ে ঝখম করলেন শিক্ষক

ভোলাঃ পরীক্ষার হলে খাতা জমা দেওয়ার সময় ৮ মাসের অন্তঃসত্ত্বা ফারজানা নামের এক কলেজছাত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে জেলার চরফ্যাশনের চেয়ারম্যান বাজার অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের প্রভাষক আনোয়ারের বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

ওই কলেজের অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, ৮ মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় অসুস্থতাজনিত কারণে পরীক্ষা শেষে ফারজানা অপর এক ছাত্রীকে খাতা জমা দেওয়ার জন্য অনুরোধ করেন। ওই ছাত্রী ফারজানার খাতাটি জোরে টান দেন। ফারজানা তখন রেগে গিয়ে ওই ছাত্রীকে জোরে কিছু কথা বলেন। তখন হল পরিদর্শক আনোয়ার মনে করেন ফারজানা তাকে রাগ দেখিয়েছেন। এজন্য আনোয়ার ফারজানাকে স্কেল দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। খবর পেয়ে আমরা ফারজানাকে চিকিৎসার জন্য দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

তিনি আরও বলেন, এ ঘটনার পর সভাপতির নির্দেশে হল পরিদর্শক আনোয়ারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আহত ফারজানার মামা বাকের জানান, ফারজানা এখনও চরফ্যাশন হাসপাতালে রয়েছে। তার চিকিৎসা চলছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়