পরীক্ষার ডিউটে দিতে যাওয়ার পথে ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

কিশোরগঞ্জঃ জেলার করিমগঞ্জে ট্রাকচাপায় হাবিবুর রহমান হাশেম নামের এক মাদ্রাসা শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন।

সোমবার সকাল ১০টার দিকে করিমগঞ্জ সরকারি কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের কমলভোগ এলাকার বাসিন্দা ও চৌগাংগা পুরানবাজার ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান হাশেম মাষ্টার (৪২) এবং তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা বগারবাড়ি এলাকার বাসিন্দা মৃত হাফিজউদ্দিনের ছেলে সম্রাট মিয়া (৩৫)। ভাড়ায় মটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।

নিহত হাশেমের আত্মীয় হারুনুর রশীদ বলেন, ‘করিমগঞ্জ ফাজিল মাদ্রাসায় আলীম পরীক্ষার ডিউটি ছিল তার (হাশেম)। সকালে বাড়ি থেকে সম্রাট নামে একজনের মোটরসাইকেলে করে মাদ্রাসায় যাচ্ছিলেন তিনি। করিমগঞ্জ সরকারি কলেজ মোড়ে পেছন দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজনেরই মৃত্যু হয়।

করিমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মাজাহার ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৯/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়