পরীক্ষায় অসদুপায়, মাদ্রাসা ছাত্র বহিষ্কার

চট্টগ্রাম: পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে এক পরীক্ষাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩ মে) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চলমান দাখিল পরীক্ষায় আরবী ২য় পত্র পরীক্ষার দিনে ওই ছাত্রকে বহিষ্কার করা হয়।

আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের সচিব আ ন ম নোমান বলেন, লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন নকলের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তিনি লোহাগাড়া উপজেলার চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার ছাত্র।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৫/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা