পরিত্যক্ত ভবনে ক্লাস নিতে বাধ্য করছেন প্রধান শিক্ষক

পটুয়াখালীঃ পরিত্যক্ত ভবন। স্যাঁতস্যাঁতে ভাব। ভাঙা দেয়াল। ছাদের পলেস্তারা খসে পড়ছে। এমন চিত্র পটুয়াখালীর সদর উপজেলার পশ্চিম আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পুরোনো ভবনের। এই পরিস্থিতিতে স্কুলের সভাপতি পরিত্যক্ত ভবনটিতে ক্লাস নিতে নিষেধ করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষককে। তবে বিদ্যালয়ের সভাপতির কথা উপেক্ষা করে পরিত্যক্ত ভবনে অন্য শিক্ষকদের ক্লাস নিতে বাধ্য করেন প্রধান শিক্ষক মো. আবদুল রাজ্জাক। ক্লাস চলাকালীন হঠাৎ করে বিকট শব্দে ছাদের পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থীদের মাথার ওপর। এতে মারাত্মক আহত হন তিন শিক্ষার্থী। তাদেরকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে এক ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা ও বড় ভাই প্রধান শিক্ষককে অভিযুক্ত করে বলেন, পরিত্যক্ত ভবনে সভাপতি ক্লাস নিতে নিষেধ করা সত্ত্বেও প্রধান শিক্ষক ওখানে ক্লাস করাচ্ছেন। আর স্কুলের বিষয়ে এলাকাবাসীর কাছে তথ্য জানতে চাওয়া হলে তারা প্রধান শিক্ষকের ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

 সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত প্রধান শিক্ষক জানান, তিনি পরিস্থিতির শিকার।

তবে এ ব্যাপারে কিছুই জানেন না জেলা শিক্ষা অফিসার মো. মজিবর রহমান। লিখিত অভিযোগ পেলে তিনি ব্যবস্থা নিতে পারবেন বলে জানান।

প্রসঙ্গত, স্কুলটি ১৯৭৩ সালে স্থাপিত হয়েছে। আর নতুন ভবন নির্মাণ করা হয়েছে ২০০৮ সালে। স্কুলে মোট শ্রেণিকক্ষ রয়েছে ৬টি। আর শিক্ষক রয়েছেন ১১ জন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৯/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়