পঞ্চম শ্রেণি : প্রাথমিক গণিত বিষয়ভিত্তিক প্রশ্ন

সংক্ষিপ্ত প্রশ্ন
১। গুণিতক কাকে বলে?
উত্তর : কোনো সংখ্যার সাথে যেকোনো পূর্ণ সংখ্যার গুণফলকে ওই সংখ্যার গুণিতক বলে।
২। যেকোনো সংখ্যার গুণিতক কয়টি?
উত্তর : যেকোনো সংখ্যার গুণিকত অসংখ্য।

৩। যেকোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণিতক কত?
উত্তর : ওই সংখ্যাটি।
৪। গুণনীয়ক কাকে বলে?
উত্তর : যে সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেই সংখ্যাকে গুণনীয়ক বলে।

৫। যেকোনো সংখ্যার সবনিম্ন গুণনীয়ক কয়টি?
উত্তর : ২টি।
৬। ১৮ এর গুণনীয়ক কয়টি ?
উত্তর : ৬টি (১, ২, ৩, ৬, ৯, ১৮)।

৭। গসাগু বলতে কী বোঝায়?
উত্তর : দুই বা ততোধিক সংখ্যার সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কটিকে বলা হয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু।
৮। কোন সংখ্যা প্রত্যেক সংখ্যার গুণনীয়ক?
উত্তর : ১।
৯।যৌগিক সংখ্যার অন্তত কয়টি গুণনীয়ক থাকে?
উত্তর : ৩টি।
১০। যেকোনো সংখ্যার বৃহত্তম গুণনীয়ক কত?
উত্তর : ওই সংখ্যাটি।
১১। লসাগুর পূর্ণরূপ কী?
উত্তর : লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
১২। গসাগুর পূর্ণরূপ কী?
উত্তর : গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
১৩। মৌলিক সংখ্যা কাকে বলে?
উত্তর : ১ থেকে বড় যেসব সংখ্যার ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেসব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। যেমন− ২, ৩, ৫, ৭ ইত্যাদি।
১৪। ৩৭ কোন ধরনের সংখ্যা?
উত্তর : ৩৭ একটি মৌলিক সংখ্যা।
১৫। ১ থেকে ২০ পর্য়ন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
উত্তর : ৮টি ( ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯)।
১৬। কোনো সংখ্যা জোড় হতে হলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কগুলো কী কী হতে হবে?
উত্তর : ০, ২, ৪, ৬, ৮।
১৭। ৪০ কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে কীরূপ হয়?
উত্তর : ৪০ = ২ × ২ × ২ × ৫।
১৮। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি?
উত্তর : ২।
১৯। ৫, ৬, ৭, ৮ এর মধ্যে কোনটি ৩ এর গুণিতক?
উত্তর : ৬।
২০। কোনো সংখ্যার গুণিতক কী?
উত্তর : কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা যেসব সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় সেসব সংখ্যার প্রত্যেককে ওই নির্দিষ্ট সংখ্যাটির গুণিতক বলে।
২১। গুণনীয়কের অপর নাম কী?
উত্তর : উৎপাদক।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/১১/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়