পছন্দের সিটে বসে পরীক্ষা দিলেন ৩ শিক্ষার্থী

শিক্ষাবার্তা ডেস্কঃ পরীক্ষার হলে পছন্দের সিটে বসতে না পেরে খাতা জমা দিয়ে বেরিয়ে যান তিন শিক্ষার্থী। এরপর ‘বড় ভাই’ ডেকে এনে আবার পছন্দের সিটে বসে পরীক্ষা দেওয়ার অভিযোগ উঠেছে ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে। এ সময় তাদের আবদার না মানায় পরীক্ষার হলে থাকা শিক্ষক প্রকাশ শিকদারকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে।

বুধবার সকালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন- মুহিতুল আজিম, মিফজাহুল আশরাফ এবং মোশাররফ হোসেন। তারা তিনজনই ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। তবে তাদের কোনো পদবি নেই।

পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. লুৎফর রহমান জানান, পরীক্ষার হল থেকে বেরিয়ে শিক্ষার্থীরা দূরে কোথাও যায়নি। হলের সামনের বারান্দায় দাঁড়িয়ে মুঠোফোনে বহিরাগতদের ডেকে আনেন। এ ঘটনা জানাজানি হওয়ার পরে পলিটেকনিক ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে।

জানা গেছে, আজ বুধবার সকালে পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ পর্বের পরীক্ষা শুরু হয়। এ সময় কলেজের ৩১১ নম্বর কক্ষে দায়িত্বে ছিলেন প্রকাশ শিকদার। এ সময় আসন বিন্যাস না মেনে পছন্দের সিটে বসতে চান তিন শিক্ষার্থী। পরে হলে দায়িত্বে থাকা প্রকাশ শিকদার শিক্ষার্থীদের নিয়ম অনুযায়ী বসতে নির্দেশনা দেন। এর কিছুক্ষণ পর খাতা জমা দিয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সংসদের জিএস শাহাদাত হোসেনকে ডেকে আনেন তারা।

অভিযোগের বিষয়টি জানতে চাইলে জিএস শাহাদাত হোসেনের মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

অপ্রীতিকর ঘটনার কথা স্বীকার করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মো. লুৎফর রহমান বলেন, ‘যখন পরীক্ষা চলছিল তখন ডিউটিতে থাকা শিক্ষক সিট প্ল্যান অনুযায়ী বসতে বলেন। পরীক্ষা দিয়ে তারা বাইরের বড় ভাইদের নিয়ে আসেন। পরে বিভাগীয় শিক্ষকরা গিয়ে এ বিষয়ে তাদের দায়িত্বে থাকা শিক্ষকের কাছে মাফ চাওয়ান। এটা নিয়ে মিটিং হয়েছে, বিষয়টি সমঝোতা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০২/২৩