জামালপুরঃ জেলার সরিষাবাড়ী উপজেলার চর জামিরা নবাব আলী দাখিল মাদরাসার নৌকা ভ্রমণের শিক্ষক ও ছাত্রীদের নাচানাচির ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এ নিয়ে বেশ সমালোচনা চলছে।
সোমবার এ ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার সকালে জেলার সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর জামিরা নবাব আলী দাখিল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ১০০ জন নৌকায় করে শিক্ষা সফরে যান। মাদরাসাটির সুপার ইদ্রিস আলীর নেতৃত্বে তারা নৌকায় সিরাজগঞ্জের ইকো পার্কে যাওয়ার উদ্দেশ্যে জামিরা পাচকাদা বিল থেকে রওনা হয়।
এ সময় নৌকায় উচ্চস্বরে গান বাজানো হলে সেই গানের তালে নাচতে শুরু করেন মাদরাসার কয়েকজন শিক্ষক ও ছাত্রীরা। এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও স্থানীয়রা বলছেন, শিক্ষা সফরের নামে গানের সঙ্গে মাদরাসা শিক্ষক ও ছাত্রীদের নাচ কোনো সভ্য সংস্কৃতির মধ্যে পড়ে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সচেতন মহল ও এলাকাবাসী। সিফাত হাসান নামের একজনে ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, মাদরাসার হুজুর এবং জেনারেল শিক্ষকরা ছাত্রীদের নিয়ে গানবাজনা নাচানাচি করা মোটেই ঠিক হয়নি।
বিষয়টি নিয়ে চর জামিরা নবাব আলী দাখিল মাদরাসার সুপার ইদ্রিস আলী কথা বলতে রাজি হননি।
এ প্রসঙ্গে সরিষাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক জনকণ্ঠকে বলেন, এটা খুবই খারাপ কাজ করেছে। মাদরাসা হিসেবে এ ধরনের কাজ মোটেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়